内容摘要:বিশ্বকাপ না জেতার আক্ষেপ থেকে গেল। তবে বিদায় নেহাত খারাপ হল না। ইংল্যান্ডকে তাদের মাঠেই চুনকাম করে ব
বিশ্বকাপ না জেতার আক্ষেপ থেকে গেল। তবে বিদায় নেহাত খারাপ হল না। ইংল্যান্ডকে তাদের মাঠেই চুনকাম করে বুট তুলে রাখলেন ঝুলন গোস্বামী। অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। শেষ হল ২০ বছরের দীর্ঘ কেরিয়ার। লর্ডসেসফর শেষ হল 'চাকদহ এক্সপ্রেস'-র।ঝুলনের বিদায়ী ম্যাচে ১৬ রানে ইংল্যান্ডকে মাত দিয়েছে টিম ইন্ডিয়া। ১৭০ রানের টার্গেটের সামনে ১৫৩ করেই আটকে গেল ইংল্যান্ড। ১৬ রানে জিতে সিরিজ ৩-০ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেষ ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে ২ উইকেট পেলেন ঝুলন। ব্যাট হাতে অবশ্য বিফল হয়েছেন। শূন্য রানেই পথ ধরেছেন প্যাভিলিয়নে। এ দিন ঝুলন মাঠের নামার সময় ইংল্যান্ডের ক্রিকেটাররা গার্ড অব অনারদেন ঝুলনকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বাঙালি ক্রিকেটারকে নিয়ে টুইট করেছে,চাকদহএক্সপ্রেসর২০বছরেরসফরশেষঅবসরেবাংলারঝুলন'২০ বছর দীর্ঘ কেরিয়ার ঝুলন গোস্বামীর। একদিনের ক্রিকেটে প্রায় ১০ হাজার বল করেছেন। অনুপ্রাণিত করেছেন বহু উঠতি মহিলা ক্রিকেটারকে।' For over 20 years Jhulan Goswami has run in, hit a length and blazed a trail.She has bowled nearly 10,000 balls in ODI cricket, and she may just have inspired as many young girls to try cricket.Thanks , you’re an inspiration. ঝুলনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,'মহিলা ক্রিকেটের জোরে বোলিংয়ের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছেন ঝুলন গোস্বামী। দীর্ঘ বর্ণিল কেরিয়ারে ছেদ টানলেন। বহু বাধা পেরিয়ে অসামান্য অবদানের জন্য আমাদের মেয়ে ঝুলনকে বাংলার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনিই হয়ে উঠুন আগামী প্রজন্মের অনুপ্রেরণা।'Jhulan Goswami, a name synonymous with fast bowling in women’s cricket, retires today after an illustrious career.On behalf of everyone in Bengal, I thank our daughter for her immense contributions despite her struggles.May young girls continue to look up to her!'দুর্দান্ত কেরিয়ার..জয়ের মধ্যে দিয়ে শেষ হল।মহিলা খেলোয়াড়দের কাছে আদর্শহয়ে থাকবেন ঝুলন। টুইট করেছেন বিসিসিআই সভাপতিসৌরভ গঙ্গোপাধ্যায়।A fantastic career .. befitting that it ended on a winning note ..and she left with a good series individually ..will remain a role model for the women players for decades ahead ঝুলনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর। তিনি টুইট করেছেন,'ভারতীয় ক্রিকেটের তুমি যা করেছ, সেজন্য ধন্যবাদ। দারুণ কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন।'Thank you for everything you’ve done for Indian cricket.Many congratulations on a wonderful career . ১৫ বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলেন ঝুলন গোস্বামী। নদিয়ার চাকদহে মেয়েদের ক্রিকেট খেলার ব্যবস্থা ছিল না। তাই কলকাতায় এসে অনুশীলন করতেন। খেলা শুরুর ৪ বছরে, মাত্র ১৯-এ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান। ২০০২ সাল থেকে খেলছেন, যে কেরিয়ার শেষ হল ২০২২ সালে লর্ডসের মাঠে। একদিনের ক্রিকেটে ২৫৫ উইকেটের মালিক ঝুলন। খেলেছেন ২০৪টি ম্যাচ। ৬৮টি টি-২০তে তাঁর শিকার ৫৬। ১২টি টেস্টে ৪৪ উইকেট পেয়েছেন ঝুলন।